শিরোনাম
বুধবার, ২৯ জুন, ২০২২ ০০:০০ টা

মঙ্গলের মাটি আনবে চীন

মঙ্গলের মাটি আনবে চীন

কোনো দেশ বিশ্ব নেতা হতে চাইলে শুধু অর্থনীতি শক্তিশালী হলেই চলবে না অনেক ক্ষেত্রে স্বকীয়তা দেখাতে হয়। চীন সেই পথেই চলছে। এ জন্যই হয়তো মহাকাশ গবেষণায় একচুল পিছিয়ে থাকতে রাজি নয় চীন। ইতোমধ্যেই মঙ্গল গ্রহে অরবিটার, ল্যান্ডার এবং রোভার পাঠিয়েছে তারা। এবার জানা গেল, লাল গ্রহ থেকে মাটি, পাথর সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসবে তারা। এই নমুনা আনার মিশন হবে ২০৩১ সালে। এই কাজ নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি করবে তবে চীন করবে তাদের প্রায় দুই বছর আগে। অর্থাৎ, নাসা এবং ইএসএ-র থেকে এগিয়ে গেল এশিয়ার দেশটি। নানজিং ইউনিভার্সিটির সেমিনারে তিয়ানওয়েন-১ মার্স অরবিটার ও রোভার মিশনের প্রধান সুন জেঝৌ ইঙ্গিত দিলেন, ২০২৮ সালে জোড়া মিশন যাবে মঙ্গলে, নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরে আসবে ২০৩১ সালে। জানা গেছে, চীনের ওই মিশনের মহাকাশযান গঠনগত দিক থেকে নাসা এবং ইএসএ-র থেকে সরল হবে। চীনের যানে কোনো রোভার থাকবে না, থাকবে একটি ল্যান্ডার ও একটি রিটার্ন মডিউল। ২০২৮-এ যাত্রা করা মহাকাশযানটি মঙ্গলের মাটিতে পা রাখবে ২০২৯ সালে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর