বুধবার, ২৯ জুন, ২০২২ ০০:০০ টা
চার বছর আগের টুইট

দিল্লিতে সাংবাদিক গ্রেফতার

দিল্লিতে সাংবাদিক গ্রেফতার

ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের সাংবাদিক মোহাম্মেদ যুবায়েরকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ২০১৮ সালের মার্চে যুবায়ের একটি টুইট করেন। সেই টুইট নিয়ে এই মাসে দিল্লি পুলিশের কাছে একটি অভিযোগ জমা পড়ে। সেখানে অভিযোগ করা হয়, ২০১৮ সালের মার্চের টুইটে যুবায়ের একটি ধর্মের দেবতাদের ইচ্ছাকৃতভাবে অপমান করার জন্য বিতর্কিত ছবি পোস্ট করেন। তিনি সে সময় টুইটে লিখেছিলেন ‘২০১৪ সালের আগে : হানিমুন হোটেল; ২০১৪ সালের পর : হনুমান হোটেল।’ নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার ২০১৪ সালেই দেশের ক্ষমতায় এসেছিল। তবে মোহাম্মদ জুবায়েরের সেই টুইট নিয়ে তখন কোনো হইচই হয়নি।

এদিকে গত মাসে বিজেপি মুখপাত্র নূপুর শর্মা লাইভ টেলিভিশনে ইসলামের নবী সম্পর্কে যে অবমাননাসূচক মন্তব্য করেছিলেন, তা টুইট করে প্রথম প্রচারের আলোয় আনেন জুবায়ের। এর পর থেকেই তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয় এবং আরব বিশ্বের দেশগুলোর চাপে বিজেপি শেষ পর্যন্ত মিস শর্মাকে দল থেকে বহিষ্কারও করতেও বাধ্য হয়। কিন্তু এরপর মোহাম্মেদ জুবায়ের নিজেও অতীতে নানা সময়ে হিন্দু ধর্মীয় নেতাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন, এই অভিযোগে তার বিরুদ্ধে ভারতে একের পর এক এফআইআর হতে থাকে। অবশেষে গতকাল তাকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর