বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ০০:০০ টা
মহারাষ্ট্র রাজনীতি

উদ্ধবকে গরিষ্ঠতা প্রমাণের নির্দেশ, আদালতে শিবসেনা

উদ্ধবকে গরিষ্ঠতা প্রমাণের নির্দেশ, আদালতে শিবসেনা

উদ্ধব ঠাকরে

মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। মঙ্গলবার রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির কাছে গিয়ে বিজেপি পরিষদীয় দলের নেতা দেবেন্দ্র ফড়নবিস দাবি করেছিলেন, উদ্ধব ঠাকরে সরকার সংখ্যালঘু। তাই বিধানসভায় শক্তি পরীক্ষার ব্যবস্থা করান রাজ্যপাল। তারপরই রাজ্যপাল আর দেরি করেননি। তিনি আজ সকাল ১১টায় উদ্ধব ঠাকরেকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্ট আগে একাধিকবার জানিয়েছেন, কোনো সরকার সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু তা বিচারের জায়গা হলো বিধানসভা। সেখানে ভোটাভুটিতে এর ফয়সালা করতে হবে।

উদ্ধব ঠাকরে সরকারের সাবেক মন্ত্রী একনাথ শিন্ডের বিদ্রোহে শিবসেনার অন্তত ৩৮ জন যোগ দিয়েছেন। শিন্ডের দাবি, তার সঙ্গে ৩৯ জন শিবসেনা বিধায়ক আছেন। ওই বিধায়কদের ছবি ও ভিডিও তিনি শেয়ার করেছেন। ফলে উদ্ধবের সঙ্গে ১৬ জন বিধায়ক আছেন। ফলে উদ্ধবের নেতৃত্বাধীন শিবসেনা, এনসিপি ও কংগ্রেস জোটের কাছে সবমিলিয়ে খুব বেশি হলে ১১৩ জনের মতো বিধায়ক আছেন। দুজন এনসিপি বিধায়ক আবার করোনায় আক্রান্ত। জোটের দুই বিধায়ক জেলে আছেন। তারা ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। আর বিজেপি ও শিন্ডে জোটের কাছে আছেন ১৫২ জন বিধায়ক। তার মধ্যে বিজেপির ১০৬, জেএসএসের এক এবং ছয়জন নির্দলও আছেন। এর সঙ্গে শিন্ডের ৩৯ জন বিধায়ক যোগ হলে সংখ্যাটা দাঁড়ায় ১৫২।

তা সত্ত্বেও শিবসেনা যে সুপ্রিম কোর্টে গেছে। তাদের প্রশ্ন, রাজ্যপাল কী করে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিতে পারেন?

সর্বশেষ খবর