বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

‘অসম্ভব পরিস্থিতিতে’ লঙ্কানরা

স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কায় জ্বালানির যে তীব্র ঘাটতি, তার দ্রুত সমাধানে সরকারের প্রতি দাবি জানাতে রাস্তায় নামছেন দেশটির চিকিৎসক, মেডিকেল কর্মী ও শিক্ষকরা। দেশটিতে বিদ্যুৎ বিভ্রাট, খাদ্য ও ওষুধ ঘাটতিসহ নানামুখী সমস্যা নিয়ে গত মাসে দেশটির নাগরিকদের কয়েক সপ্তাহের বিক্ষোভে নয়জন নিহত ও প্রায় ৩০০ আহত হওয়ার পর আরও তীব্র হয়ে উঠেছিল। পর্যাপ্ত বিদেশি মুদ্রা না থাকায় শ্রীলঙ্কা অন্য অনেক কিছুর পাশাপাশি অতি প্রয়োজনীয় পণ্য জ্বালানিও আমদানি করতে পারছে না। এখন দেশটির কাছে যে পরিমাণ জ্বালানি আছে তা দিয়ে কোনো চাহিদাই মেটানো যাচ্ছে না। সেজন্য সরকারকে মঙ্গলবার থেকে ১০ জুলাই পর্যন্ত ট্রেন, বাস ও স্বাস্থ্য খাতের মতো জরুরি পরিষেবা বাদে অন্যত্র জ্বালানি সরবরাহে বিধিনিষেধও দিতে হয়েছে। কিন্তু চিকিৎসক, নার্স ও অন্য মেডিকেল কর্মীরা বলছেন, জরুরি কর্মী হিসেবে বিবেচিত হওয়া সত্ত্বেও কাজে যাওয়ার জন্য জ্বালানি পেতে সংগ্রাম করতে হচ্ছে তাদের। ‘অসম্ভব পরিস্থিতি, সরকার কোনো সমাধান দিক,’ সাংবাদিকদের এমনটাই বলেছেন অল আইল্যান্ড নার্সেস ইউনিয়নের সেক্রেটারি এইচ এম মেদিওয়াতা।

সর্বশেষ খবর