শুক্রবার, ১ জুলাই, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মার্কোস জুনিয়র

ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মার্কোস জুনিয়র

ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। তিনি সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের ছেলে। সদ্য বিদায়ী আলোচিত প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের স্থলাভিষিক্ত হলেন মার্কোস জুনিয়র। গতকাল জাতীয় জাদুঘরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ নেন মার্কোস জুনিয়র (৬৪)। এ উপলক্ষে আয়োজিত জমকালো কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন তিনি। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী ও তিন ছেলে। প্রেসিডেন্ট হিসেবে  দেওয়া প্রথম ভাষণে ‘ফিলিপাইনের গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচনী ম্যান্ডেট দেওয়ায়’ উপস্থিত জনতাকে ধন্যবাদ জানান মার্কোস জুনিয়র। তবে ১৯৮৬ সালের গণঅভ্যুত্থানে ফার্দিনান্দ মার্কোসের পতনের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজনীতি থেকে মার্কোস পরিবার বিদায় নিয়েছিল।

মার্কোস জুনিয়রের ডাকনাম বং বং। গত মাসের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বড় ব্যবধানে জয় পান। বিদায়ী প্রেসিডেন্ট দুতার্তের মেয়ে সারা দুতার্তে এরই মধ্যে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

সর্বশেষ খবর