শনিবার, ২ জুলাই, ২০২২ ০০:০০ টা

ভারতে ফের ভয়ংকর রূপে করোনা

ভারতে ফের কঠিন আকার ধারণ করেছে কভিড। গত এক দিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭০ জন। এ সময়ে মারা গেছেন ২৩ জন। দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে শতকরা ৩.৪০। এ অবস্থায় ওড়িশার রাজধানীতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। ভুবনেশ্বর মিউনিসিপ্যাল করপোরেশন বলেছে, গত কয়েক দিনে মিউনিসিপ্যাল এলাকায় আকস্মিক করোনা পজিটিভের সংখ্যা বেড়ে গেছে। এ জন্য নাগরিকদের সতর্ক থাকতে হবে। এ শহরে যারা বসবাস করেন তারা এবং যারা এ শহর ভিজিট করতে আসছেন, তাদের সবাইকে যথাযথভাবে বাইরে বেরোনোর সময় মাস্ক পরতে হবে। জনসমাবেশ হয় এমন স্থানেও মাস্ক পরতে হবে। এমন স্থানগুলোতে একজন থেকে আরেকজনকে দুই মিটার সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। গুজরাটে গত ৪৮ ঘণ্টায় প্রায় ১ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। আহমেদাবাদেও নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে।

সর্বশেষ খবর