রবিবার, ৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

লিবিয়ার পার্লামেন্ট ভবনে হামলা

লিবিয়ার বিক্ষোভকারীরা দেশটির পূর্বাঞ্চলীয় শহর তবরুকে অবস্থিত পার্লামেন্ট ভবনে হামলা চালিয়ে ভবনটির একাংশে আগুন ধরিয়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। অনলাইনে পাওয়া ছবিতে পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভকারীদের টায়ার পোড়ানোয় সৃষ্ট গাঢ় ধোঁয়া দেখা গেছে। ধারাবাহিক বিদ্যুৎ বিভ্রাট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও রাজনৈতিক অচলাবস্থার বিরুদ্ধে দেশটির অন্যান্য শহরেও সমাবেশ হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। প্রতিদ্বন্দ্বী একটি পক্ষের নিয়ন্ত্রণে থাকা রাজধানী ত্রিপোলিতে বিক্ষোভকারীরা নির্বাচনের দাবি জানিয়েছে। বিক্ষোভকারীদের এসব দাবির প্রতি সমর্থন জানিয়েছেন দেশটির অন্তর্র্বতীকালীন ঐক্য সরকারের প্রধান আবদুল হামিদ দিবেইবা।

 তিনি বলেছেন, রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানেই পরিবর্তন দরকার। লিবিয়ায় নির্বাচনের পথ খোলার লক্ষ্যে জেনিভায় জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া আলোচনা বড় কোনো অগ্রগতি ছাড়া শেষ হওয়ার কয়েকদিন পর আফ্রিকার দেশটির বিভিন্ন অংশে এ তুমুল বিক্ষোভ দেখা গেল। ২০১১ সালে দীর্ঘদিনের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত করা নেটো সমর্থিত অভ্যুত্থানের পর থেকে লিবিয়া এক দশকেরও বেশি সময় ধরে ভয়াবহ বিশৃঙ্খল সময় পার করছে। তেলসমৃদ্ধ দেশটিতে নাগরিকরা একসময় আফ্রিকার মধ্যে সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা ভোগ করতেন, শিক্ষা-চিকিৎসা ছিল বিনামূল্যে। এখন এটি ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশী অনেকের কাছেই গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত। গাদ্দাফি শাসনামলের পর থেকে দেশটির অগ্রযাত্রাও থমকে গেছে; ত্রিপোলিকে নিয়মিতই বিবদমান পক্ষগুলোর মধ্যে যুদ্ধ দেখতে হয়েছে।

সর্বশেষ খবর