সোমবার, ৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে করোনায় বাঘের মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনায় বাঘের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ওহাইওর চিড়িয়াখানায় একটি বাঘের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানান, বাঘটির বয়স ১৪ বছর। ওর নাম জুপিটার। এটি প্রথমে করোনা আক্রান্ত হয়। করোনা থেকে তার নিউমোনিয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে চিকিৎসা করা হচ্ছিল বাঘটির। ভাইরাসও সহজেই হানা দিয়েছিল তার শরীরে।  ভাইরাসের হানায় সে আরও কাবু হয়ে পড়েছিল। সাধারণত আমুর বাঘ বা সাইবেরিয়ার বাঘ চিড়িয়াখানার মতো কোনো ঘেরাটোপে থাকলে ২০ বছর পর্যন্ত বাঁচে। জানা গেছে, জুপিটার ক্ষুধা হারিয়ে ফেলেছে। বাঘটিকে যারা দেখতেন, সেই ‘কিপার’রাও তার থেকে কোনো সাড়া পাননি। হাঁটতে-চলতেও চাইছিল না। এর আগে  ২০২১ সালের অক্টোবরে হনুলুলুর চিড়িয়াখানায় করোনা সংক্রমণে একটি সিংহের মৃত্যু হয়। নভেম্বরে নেব্রেস্কা চিড়িয়াখানায় তিনটি তুষারচিতার মৃত্যুর হয় কভিড সংক্রান্ত জটিলতা থেকেই।

সর্বশেষ খবর