শিরোনাম
মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

পেট্রোলের শেষ মজুদও ফুরিয়ে যাচ্ছে শ্রীলঙ্কায়

পেট্রোলের শেষ মজুদও ফুরিয়ে যাচ্ছে শ্রীলঙ্কায়

অর্থনৈতিক সংকটে ত্রাহি অবস্থা শ্রীলঙ্কার। এর মধ্যে প্রায় জ্বালানিশূন্য অবস্থায় পড়েছে দেশটি। জ্বালানি তেলের মজুদ নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী। স্বাভাবিক চাহিদা বিবেচনায় নিলে দ্বীপদেশটির হাতে এখন এক দিনেরও কম পেট্রোল আছে, অন্যদিকে আড়াই সপ্তাহের আগে পরবর্তী চালানও পৌঁছানোর কথা নয়। রবিবার কাঞ্চনা ভিজেসেকেরা এমনটাই বলেছেন বলে জানিয়েছে বিবিসি। জ্বালানি, খাবার ও ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস আমদানির অর্থ পরিশোধে সংগ্রাম করা শ্রীলঙ্কা গত সপ্তাহে জরুরি নয় এমন যানবাহনে পেট্রোল ও ডিজেল বিক্রি স্থগিত করেছে। রবিবার ভিজেসেকেরা সাংবাদিকদের জানান, তাদের কাছে এখন ১২ হাজার ৭৭৪ টন ডিজেল ও ৪ হাজার ৬১ টন পেট্রোল আছে। পেট্রোলের পরবর্তী চালান ২২-২৩ জুলাইয়ের মধ্যে পাওয়া যাবে আশা করছি, বলেন তিনি। ডিজেলের একটি চালান এই সপ্তাহের শেষদিকে পৌঁছাবে বলে আশা করলেও ভিজেসেকেরা সতর্ক করে দিয়ে বলেছেন, পর্যাপ্ত জ্বালানি ও অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে যথেষ্ট অর্থ শ্রীলঙ্কার হাতে নেই। জ্বালানি কিনতে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক এখন কেবলমাত্র ১২ কোটি ৫০ লাখ ডলার দিতে পারবে, যা জ্বালানির পুরো চালান খালাসের জন্য প্রয়োজনীয় ৫৮ কোটি ৭০ লাখ ডলারের চেয়ে অনেক কম। এ বছর জ্বালানি দেওয়া সাত সরবরাহকারী দেশটির কাছে এখনো ৮০ কোটি ডলার পায় বলেও জানিয়েছেন ভিজেসেকেরা। শ্রীলঙ্কা ব্যক্তিগত যানবাহনে জ্বালানি তেল বিক্রিতে আগামী সপ্তাহ পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়ার পর দেশটির জ্বালানি তেল ফুরিয়ে যাওয়ার এ খবর এলো।

সর্বশেষ খবর