বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২ ০০:০০ টা

মোদি মন্ত্রিসভা থেকে ইস্তফা আব্বাস নকভির

মোদি মন্ত্রিসভা থেকে ইস্তফা আব্বাস নকভির

নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুখতার আব্বাস নকভি। তবে তার এই পদত্যাগ ঘিরে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে বিজেপির হয়ে দেশটির উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন তিনি। গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি সংক্ষিপ্ত বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী। সেখানেই নকভির ইস্তফার কথা জানা যায়। নকভির সঙ্গে ইস্তফা দিয়েছেন সদ্য জেডিইউ থেকে বিজেপিতে যোগ দেওয়া মন্ত্রী আরসিপি সিংও। সূত্রের দাবি, এই দুই মন্ত্রীরই প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসলে এঁরা দু’জনেই রাজ্যসভার সংসদ সদস্য ছিলেন। আজই রাজ্যসভা সংসদ সদস্য হিসেবে তাঁদের মেয়াদ শেষ হচ্ছে। নকভিকে বিজেপি আর রাজ্যসভায় পাঠায়নি। তাই এমনিতেও তাঁকে ইস্তফা দিতে হতো। আরসিপির ক্ষেত্রেও একই সমস্যা। আজ তাঁরও রাজ্যসভার সংসদ সদস্য পদের মেয়াদ শেষ হচ্ছে।

সর্বশেষ খবর