বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২ ০০:০০ টা

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

ফের লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে তিন শিশুসহ মালির অন্তত ২২ নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ এবং মালির সরকার। খবর আল-জাজিরার। জানা গেছে, ডুবে যাওয়া ওই নৌকায় ৮৩ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন, যাদের বেশিরভাগই মালির নাগরিক। লিবিয়ার কোস্টগার্ডের সহায়তায় তাদের মধ্যে ৬১ জনকে উদ্ধার করা হয়েছে। ৯ দিন সাগরে আটকে থাকার পর তাদের উপকূলে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ ও করোনা মহামারিতে সবচেয়ে বেশি খাদ্য সংকটে পড়েছে আফ্রিকা। এমন পরিস্থিতিতে মহাদেশটি থেকে ইউরোপে যাওয়ার প্রবণতা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

২০১১ সালে ন্যাটো-সমর্থিত বিদ্রোহে লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফিকে হত্যা করা হয়। এরপর থেকে অভিবাসন প্রত্যাশীদের জন্য ইউরোপে যাওয়ার মূলপথ হয়ে উঠেছে দেশটি।

সর্বশেষ খবর