শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

ইউক্রেনে রুশ হামলায় নিহত ২০

ইউক্রেনের ভিনিৎসিয়া শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। তিনটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। ভিনিৎসিয়া শহরটির অবস্থান ইউক্রেইনের রাজধানী কিয়েভ থেকে দক্ষিণ-পশ্চিমে এবং দনবাসে লড়াইয়ের প্রাণকেন্দ্র থেকে বহুদূরে। হামলায় ভিনিৎসিয়া শহরের অফিস ভবন এবং আবাসিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই রুশ হামলাকে ‘প্রকাশ্য সন্ত্রাসী কর্মকান্ড’ আখ্যা দিয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় বরাবরই ইউক্রেনের বেসামরিক নাগরিকদেরকে হামলার নিশানা করার অভিযোগ অস্বীকার করে আসছে। ভিনিৎসিয়ায় এই হামলার ব্যাপারে তারা এখনো কোনো মন্তব্য করেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলছেন, কৃষ্ণ সাগরের একটি সাবমেরিন থেকে ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে। “হামলায় বেঁচে যাওয়া কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা নেই” বলেই মনে করছেন স্থানীয় জরুরি সেবা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। স্থানীয় টিভিতে এমন কথাই বলেছেন তিনি।

সর্বশেষ খবর