শিরোনাম
শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

নতুন করে এশিয়ায় করোনা ঢেউ

করোনাভাইরাস সংক্রমণের একটি নতুন ঢেউ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া হয়ে এশিয়া মহাদেশের পূর্বাঞ্চলীয় দেশগুলোতে দ্রুতবেগে ছড়িয়ে পড়ছে। নতুন করে শুরু হওয়া এ সংক্রমণের জন্য বেশির ভাগই দায়ী বিএ.৪/৫ ওমিক্রন ভ্যারিয়েন্ট। মহামারির অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টায় থাকা দেশগুলোতে নতুন সংক্রমণ চ্যালেঞ্জ বাড়িয়েছে কর্তৃপক্ষের।

সংক্রমণ ঠেকাতে নাগরিকদের ইতোমধ্যে সতর্ক করেছে নিউজিল্যান্ড ও জাপান। বৃহস্পতিবার নিউজিল্যান্ড ফ্রি মাস্ক ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের ঘোষণা দিয়েছে। দক্ষিণ গোলার্ধের দেশটিতে কভিড ও ইনফ্লুয়েঞ্জা রোগী বাড়তে থাকায় স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ পড়া ঠেকানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ। মহামারির আগের ঢেউগুলোতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি মেরামতের চেষ্টায় থাকা কর্তৃপক্ষগুলো ফের চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং অজনপ্রিয় বিধিনিষেধের সময়সীমা বাড়ানো বা নতুন করে আরোপ করা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। এদিকে জাপানে যে মাত্রায় কভিড রোগী বাড়ছে চলতি বছর তা এর আগে দেখা যায়নি।

সর্বশেষ খবর