শনিবার, ১৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

মারা গেছেন ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী

মারা গেছেন ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প মারা গেছেন। বৃহস্পতিবার ৭৩ বছর বয়সে নিউইয়র্কের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম ‘ট্রুথ সোশ্যাল’-এ এই খবর জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। ৭৬ বছর বয়সী ট্রাম্প তার পোস্টে আরও লেখেন, ‘সে ছিল একজন চমৎকার, সুন্দর নারী, যে একটা অনুপ্রেরণাদায়ক জীবনযাপন করে গেছে। তার তিন সন্তান ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা ও এরিক ছিল তার গর্ব ও আনন্দের কারণ; ঠিক যেমন আমরাও তাকে নিয়ে গর্ব করতাম। তার আত্মার শান্তি কামনা করছি।’ আশির দশকজুড়ে ডোনাল্ড-ইভানা ট্রাম্প ছিলেন নিউইয়র্কের সবচেয়ে হাই-প্রোফাইল জুটি। তাদের চোখ ধাঁধানো লাইফস্টাইল, সম্পদ ও ক্ষমতা সবকিছুই লোকের নজর কেড়েছিল। সাবেক চেকোস্লোভাকিয়ায় সমাজতান্ত্রিক শাসনামলে বেড়ে ওঠা ইভানা ট্রাম্প ছিলেন একজন মডেল। এরপর ১৯৭৭ সালে তিনি ডোনাল্ড ট্রাম্পকে বিয়ে করেন। ১৯৯২ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ১৯৯৩ সালে অভিনেত্রী মার্লা ম্যাপলসকে বিয়ে করেন ট্রাম্প। ১৯৯৯ সাল পর্যন্ত তাদের সম্পর্ক ছিল। এরপর ২০০৫ সালে তিনি মেলানিয়াকে বিয়ে করেন।

সর্বশেষ খবর