শিরোনাম
শনিবার, ১৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

ব্রিক্সে যোগ দিতে চায় সৌদি আরব তুরস্ক ও মিসর

ব্রিক্সে যোগ দিতে চায় সৌদি আরব তুরস্ক ও মিসর

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সংগঠন ব্রিক্স। এ সংগঠনে বৈশ্বিক জনসংখ্যার শতকরা ৪০ ভাগ বসবাস করে। পাশাপাশি বৈশ্বিক জিডিপির এক চতুর্থাংশ এ পাঁচ দেশের আওতায় রয়েছে। এবার এ সংগঠনে যোগ দিতে চায় সৌদি আরব, তুরস্ক ও মিসর। আগামী বছর দক্ষিণ আফ্রিকায় সংস্থার শীর্ষ সম্মেলনের সময় এ তিন দেশের সদস্যপদের বিষয়টি আলোচনা করা হতে পারে। বৃহস্পতিবার রাশিয়ার গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন সংস্থার বর্তমান প্রেসিডেন্ট পূর্ণিমা আনন্দ। তিনি বলেন, ‘সৌদি আরব, তুরস্ক ও মিসরের যোগ দেওয়ার ব্যাপারে তাদের আগ্রহের কথা জানিয়েছে এবং তারা এ সংস্থার সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করার প্রস্তুতি নিচ্ছে। আমি মনে করি এটি একটি ভালো পদক্ষেপ কারণ সম্প্রসারণ সব সময় বৈশ্বিক প্রভাব জোরদার করবে।’ রাশিয়ার পত্রিকা ইজভেসতিয়াকে দেওয়া সাক্ষাৎকারে পূর্ণিমা আনন্দ এসব কথা বলেন। তিনি জানান, তিন দেশের ব্রিক্সে যোগ দেওয়ার বিষয়টি গত মাসে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের সময় তোলা হয়।

তিনি আশা করেন, এ তিন দেশের ব্রিক্সে যোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে বেশি সময় লাগবে না কারণ তারা এরই মধ্যে এ প্রক্রিয়ায় যুক্ত রয়েছে। ব্রিক্সের প্রতিষ্ঠাতা সদস্য সবাই জোটের সম্প্রসারণের বিষয়ে আগ্রহী ফলে এটি খুব শিগগিরই হয়ে যাবে বলে আশা করা যায়।

সর্বশেষ খবর