সোমবার, ১৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

এবার সব সম্পদ দানের কথা জানালেন বিল গেটস

এবার সব সম্পদ দানের কথা জানালেন বিল গেটস

প্রায় এক দশক পৃথিবীর সেরা ধনী ছিলেন। বর্তমানে তাঁর অবস্থান চতুর্থ। তিনি বিল গেটস। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। তাঁর সম্পদের পরিমাণ ১১৩ বিলিয়ন মার্কিন ডলার। দিন কয়েক আগে তিনি জানিয়েছিলেন তিনি বিশ্বের সেরা ধনী আর থাকতে চান না। তাঁর সম্পদের একটা অংশ সেবামূলক কাজে দান করতে চান। তবে এখন জানালেন তিনি তাঁর সব সম্পদ দান করে দিতে চান।  বেশ কয়েকদিন আগে বিল গেটস এক টুইটার বার্তায় জানান, সমাজের জন্য অর্থ ব্যয় করা তার কর্তব্য। এ সময় মানুষের দুর্ভোগ কমাতে অর্থ ব্যয় করার কথাও উল্লেখ করেন তিনি। তিনি জানিয়েছেন, তাঁর সাবেক স্ত্রী মেলিন্ডার সঙ্গে যে দাতব্য ফাউন্ডেশন অর্থাৎ বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্টেশন গঠন করেছেন, তাতেই দান করবেন সব সম্পত্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ধনী বার্কশায়ার হ্যাথওয়ের প্রধান নির্বাহী ওয়ারেন বাফেটকে ধন্যবাদ জানিয়েছেন। কারণ, ওয়ারেন বাফেট তার গেটস ফাউন্ডেশনে অবদান রেখেছেন।

টুইটে বিল গেটস বলেছেন, যদিও এই ফাউন্ডেশন আমাদের নাম বহন করে, কিন্তু মৌলিকভাবে আমাদের অর্ধেক রিসোর্স এসেছে ওয়ারেন বাফেটের কাছ থেকে। তাঁর অবিশ্বাস্য উদারতার কারণে এই ফাউন্ডেশন এত উচ্চাকাক্সক্ষী হতে সক্ষম হয়েছে। উল্লেখ্য, বিল গেটস ও তাঁর সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস এবং ওয়ারেন বাফেট ২০১০ সালে প্রতিষ্ঠা করেন দ্য গিভিং পেজ। জলবায়ু পরিবর্তন উন্নত করা, লিঙ্গগত সমতা অর্জন এবং শিক্ষার মান উন্নয়নসহ সবচেয়ে বড় সমস্যাগুলোকে সমাধানে ফাউন্ডেশনের ভূমিকা নিয়ে গর্ব প্রকাশ করেন বিল গেটস।

সর্বশেষ খবর