বুধবার, ২০ জুলাই, ২০২২ ০০:০০ টা

রেকর্ড তাপমাত্রা যুক্তরাজ্যে

রেকর্ড তাপমাত্রা যুক্তরাজ্যে

সর্বকালের রেকর্ড ছাড়াল যুক্তরাজ্যের তাপমাত্রা। গতকাল লন্ডনের তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে দেশটির সর্বোচ্চ তাপমাত্রা ছিল কেমব্রিজে। সেটি ২০১৯ সালে ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল তীব্র দাবদাহের মধ্যেই ওয়েস্ট মিডল্যান্ডের একটি বিউটি স্পটে আগুন ছড়িয়ে পড়ে। এ ছাড়া দেশটির দক্ষিণ-পূর্বের বাসিন্দাদের বলা হয়েছে, তারা যেন ওয়াশিং মেশিন বন্ধ রেখে পানি সঞ্চয় করে। তীব্র গরমের কারণে বিভিন্ন ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে। স্বাভাবিক সময়ের ব্যস্ত রাস্তাগুলো আজ ছিল অনেকটাই ফাঁকা। চিড়িয়াখানাগুলোতে পশু-পাখিদের শীতল রাখতে হিমশিম খেতে হয়েছে কর্মীদের। তাপমাত্রার এই রেকর্ডকে কমপক্ষে পরবর্তী ৩০ বছরের জন্য জীবন ও জীবিকার ঝুঁকি বৃদ্ধির লক্ষণ বলে বর্ণনা করেছেন জলবায়ু বিশেষজ্ঞরা। ইউনিভার্সিটি অব রিডিং-এর হাইড্রোলজির অধ্যাপক হান্না ক্লোক বলেছেন, রেকর্ডটি একটি গুরুতর মাইলফলক। যেসব রাজনীতিবিদ জলবায়ু নীতি শিথিল করার কথা বলছেন, তাদের প্রত্যেককে  চিন্তাভাবনা ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছেন তিনি। তীব্র তাপদাহে পশ্চিম ইউরোপের বেশির ভাগ অঞ্চলেই তীব্র গরম অনুভূত হচ্ছে। সোমবার সবচেয়ে গরম রাত পার করেছে যুক্তরাজ্যে। ?উচ্চ তাপমাত্রার কারণে ইংল্যান্ড ও ওয়েলসের বেশির ভাগ এলাকায় নজিরবিহীন তীব্র গরমের রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সতর্কতা হিসেবে কয়েকটি এলাকার ট্রেন লাইন ও স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবহনমন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেন, ‘আমাদের অনেক অবকাঠামোই এই তাপমাত্রার জন্য বানানো নয়’।

সর্বশেষ খবর