বুধবার, ২০ জুলাই, ২০২২ ০০:০০ টা

ব্রিটিশ প্রধানমন্ত্রীর চেয়ারের আরও কাছে সুনক

ব্রিটিশ প্রধানমন্ত্রীর চেয়ারের আরও কাছে সুনক

ঋষি সুনক

ব্রিটিশ প্রধানমন্ত্রীর চেয়ারের দৌড়ে আরও এক ধাপ এগোলেন ভারতীয় ঋষি সুনক। প্রথম ও দ্বিতীয় রাউন্ডের মতো তৃতীয় রাউন্ডের ভোটেও ফেভারিট ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী। সোমবার কনজারভেটিভ দলের সাংসদদের ভোটে আরও এগোলেন ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী সুনক। তিনি পেয়েছেন ১১৫ জন এমপির ভোট। এ ভোটের পর প্রতিযোগীর সংখ্যা এখন ১১ চারে নেমেছে। এরা হলেন- ঋষি সুনক, লিজ ট্রুস, কেমি বাদেনচ এবং পেনি মরডন্ট। ৩৫৮টি ভোটের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন ঋষিই। তবে সোমবারের নির্বাচনে টুগেনডাট মাত্র ৩১টি ভোট পাওয়ায় প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে ছিটকে গেছেন বলে খবর। এখন সুনকের পরেই রয়েছেন পেনি মরডন্ট। পেয়েছেন ৮৩টি ভোট। পরবর্তী ধাপে কনজারভেটিভ পার্টির ২০ হাজার সদস্যের ভোট গ্রহণের পরই আগামী ৫ সেপ্টেম্বর ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে। ৭ জুলাই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন বরিস জনসন। তার উত্তরসূরি পেতে দলের মধ্যেই নির্বাচনের আয়োজন করে কনজারভেটিভ পার্টি। গত বৃহস্পতিবার দলের নেতা নির্বাচিত হন ঋষি সুনক। ফলে তার প্রধানমন্ত্রী হতে আর কোনো বাধা নেই। সেপ্টেম্বরে সম্ভবত শপথ নেবেন তিনি। ততদিন অবশ্য প্রধানমন্ত্রীর চেয়ার থাকবেন বরিস জনসনই।

ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, সুনকের আচরণে যথেষ্ট ক্ষুব্ধ বরিস জনসন। প্রধানমন্ত্রী হতে পেছন থেকে ছুরি মেরেছেন ঋষি সুনক? গদি থেকে বরিস জনসনকে সরাতে করেছেন ষড়যন্ত্র? তাই এই ভারতীয় বংশোদ্ভূতর হাতে ব্রিটেনের শাসনভার উঠুক চাইছেন না বর্তমান প্রধানমন্ত্রী? ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, ঋষি বাদ দিয়ে অন্য যে কেউ তাঁর উত্তরসূরি হোক, চাইছেন বরিস।

সর্বশেষ খবর