শনিবার, ২৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

চাঁদে নিল আর্মস্ট্রংয়ের সেই পায়ের ছাপ আজও অমলিন

চাঁদে নিল আর্মস্ট্রংয়ের সেই পায়ের ছাপ আজও অমলিন

৫০ বছর আগে চাঁদের মাটিতে প্রথম পা পড়েছিল মানুষের।   যিনি আক্ষরিক অর্থেই সেই ঐতিহাসিক পদক্ষেপ করেছিলেন সেই নিল আর্মস্ট্রংয়ের প্রতিক্রিয়া ছিল কালজয়ী। পৃথিবীর একমাত্র উপগ্রহে পায়ের ছাপ ফেলে তিনি বলেন, ‘একজন মানুষের ছোট্ট পদক্ষেপ, মানব জাতির জন্য বিশাল বড় লাফ।’ সেই পায়ের ছাপ কিন্তু এতগুলো বছর পরেও বহাল তবিয়তে টিকে আছে।  অ্যাপোলো অভিযানের তিন কাণ্ডারী নিল আর্মস্ট্রং, এডুইন ‘বাজ’ অলড্রিন এবং মাইকেল কলিন্সই একমাত্র চন্দ্রপৃষ্ঠে পৌঁছেছিলেন। তিনি চাঁদের  মাটিতে নেমে হাঁটাচলা করেছিলেন এবং সেই পায়ের ছাপ আজও বিদ্যমান, এক ভিডিও প্রকাশ করে সে কথা জানাল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা-নাসা। ভিডিওটি তুলেছে নাসার লুনার রেকনেসান্স অরবিটার। নাসা বলছে, চাঁদে প্রথম পায়ের ছাপ এক মিলিয়ন বছর ধরে থাকবে। তাদের উড়িয়ে দেওয়ার মতো কোনো বাতাস নেই।

সর্বশেষ খবর