শনিবার, ২৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

শিগগিরই মোদি-শাহবাজ সাক্ষাৎ

শিগগিরই মোদি-শাহবাজ সাক্ষাৎ

মাস দেড়েকের মধ্যেই নরেন্দ্র মোদি-শাহবাজ শরিফ বৈঠক? তলানিতে থাকা প্রতিবেশী দুই দেশের রাষ্ট্রপ্রধানের ওই বৈঠক নিয়ে জল্পনা এখন তুঙ্গে। কারণ আগামী সেপ্টেম্বরে উজবেকিস্তানের সমরখন্দে বসবে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠক। সেখানে যোগ দিতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে বৈঠক করবেন নরেন্দ্র মোদি? পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমের দাবি, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে  বৈঠক করতে মরিয়া শাহবাজ শরিফ। বৈঠক সত্যিই হলে ছয় বছর পর কথা হবে প্রতিবেশী দুই দেশের রাষ্ট্রনেতার। তবে এ নিয়ে এখনো কিছু জানায়নি নয়াদিল্লি।

১৬-১৭ সেপ্টেম্বরে ওই বৈঠক ভারত, পাকিস্তান ছাড়াও থাকবেন চীন, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান ও কাজাখস্তানের রাষ্ট্রপ্রধানরা। বৈঠকে আমন্ত্রণ জানাতে ইতোমধ্যে ইসলামাবাদে গেছেন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল। তার সফরের মধ্যেই মোদি-শাহবাজের বৈঠক ঘিরে শুরু হয়েছে জল্পনা। পাকিস্তান সরকারের এক কর্মকর্তা জানান, ‘গত ছয় বছরে একবারের জন্যও কথা হয়নি দুই দেশের রাষ্ট্রপ্রধানের। এসসিওর বৈঠকে যোগ দিতে মোদি-শাহবাজ দুজনেই যাবেন সমরখন্দে। তাই আলাদা করে বৈঠক করা যায় কি না তার চেষ্টা করা হচ্ছে।’ সন্দরখন্দের এই বৈঠকের আগে ২৭-২৮ জুলাই উজবেকিস্তানে হবে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর বৈঠক হতে পারে বলেও আশা করছে ইসলামাবাদ।

 

সর্বশেষ খবর