শনিবার, ২৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

সৌদি যুবরাজের সঙ্গে পুতিনের ফোনালাপ

সৌদি যুবরাজের সঙ্গে পুতিনের ফোনালাপ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর অবশেষে কথা হলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। ক্রেমলিন জানিয়েছে, বৃহস্পতিবার দুই নেতার মধ্যে এ ফোনালাপ হয়। তাঁরা তেলের বাজার নিয়ে কথা বলেছেন। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি সফর করেন। এর মধ্যেই দেশটির কার্যত শাসক মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বললেন পুতিন।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, পুতিন ও মোহাম্মদ বিন সালমান আন্তর্জাতিক তেল বাজারের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তাঁরা ওপেক প্লাসে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। চলতি সপ্তাহের শুরুতে পুতিন তেহরান সফর করেন। তেহরানে তিনি ইরান ও তুর্কি নেতার সঙ্গে বৈঠক করেন। পুতিন তাঁর তেহরান সফর নিয়েও সৌদি যুবরাজের সঙ্গে আলাপ করেন। জ্বালানি তেলের বাজারে অস্থিরতা চলছে। ইউক্রেনে রুশ সামরিক অভিযানের কারণে বিশ্ববাজারে  জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে। জ্বালানি তেলের দাম লাফিয়ে বাড়ছে। এমন প্রেক্ষাপটে পুতিন ও মোহাম্মদ বিন সালমান তেলের বাজার নিয়ে কথা বললেন। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি গত সপ্তাহে সতর্ক করে বলেছে, আগামী বছর চাহিদার সঙ্গে তেলের সরবরাহ সঙ্গতি না-ও থাকতে পারে।

 

সর্বশেষ খবর