শনিবার, ২৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

শ্রীলঙ্কায় মূল্যস্ফীতি ৬০ শতাংশ!

শ্রীলঙ্কায় বেড়েই চলেছে মূল্যস্ফীতি। মানুষ কোনো কিছুই কিনতে পারছেন না। গত বছরের তুলনায় দেশটির মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫৮.৯ শতাংশে। গত মে মাসেও এ হার ছিল ৪৫.৩ শতাংশ। ন্যাশনাল কনজিউমার প্রাইস ইনডেক্স বা এনসিপিআইর নতুন হিসাবে মূল্যস্ফীতির এ ভয়াবহ অবস্থা উঠে আসে। অর্থের অভাবে শ্রীলঙ্কায় বিদেশি পণ্য আমদানি প্রায় বন্ধ রয়েছে। আর এ কারণেই দেশের মধ্যে ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে। দিন যত    যাচ্ছে এ সংকট আরও গভীর হচ্ছে। সর্বশেষ মাসে মূল্যস্ফীতি ছিল এ বছরের মধ্যে সর্বোচ্চ।

ডেইলি মিররের খবরে জানানো হয়েছে, ডলারের সংকটের কারণে শ্রীলঙ্কার রুপির দামও হ্রাস পাচ্ছে। গত ৭ মার্চ থেকে ৮০ শতাংশ দাম হারিয়েছে রুপি। এর ফলে প্রতিটি পণ্যের দামই কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সামনের দিনগুলোতে মূল্যস্ফীতি আরও ৭০ শতাংশ বাড়তে পারে। মে মাস থেকে খাবারের দাম বেড়েছে ৫৮ শতাংশ। হিসাব বলছে, শ্রীলঙ্কানদের গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ খরচ করতে হচ্ছে খাবারের পেছনে।

সর্বশেষ খবর