শনিবার, ২৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

আমেরিকায় যাচ্ছে রাশিয়ার সারের জাহাজ

বিশ্ববাজারে এ মুহূর্তে সারের দাম আকাশছোঁয়া। এর জেরে দেখা দিতে পারে খাদ্য ঘাটতি। ঠিক সংকটের মুহূর্তেই রুশ সারবাহী জাহাজটি যুক্তরাষ্ট্রে যাচ্ছে। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। রাশিয়ার অপরিশোধিত ও পরিশোধিত পণ্য, কয়লা ও তরলিকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সারসহ রাশিয়ার অন্য কোনো কৃষিপণ্যের ওপরই নিষেধাজ্ঞা দেয়নি। রাশিয়া ও ইউক্রেন বিশ্বের অন্যতম শীর্ষ সার রপ্তানিকারক। খাদ্যশস্য, সয়া, ধান ও গমের ফলন বৃদ্ধির জন্য সার অত্যন্ত জরুরি।

কিন্তু দেশ দুটি যুদ্ধ জড়ানোর ফলে সারের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। গত মাসে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে জাহাজটিতে সার বোঝাই করা হয়।

সর্বশেষ খবর