সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

তিন তিনটে সূর্য দিয়ে গড়া সৌরজগৎ

তিন তিনটে সূর্য দিয়ে গড়া সৌরজগৎ

এতদিন ধারণা করা হতো একটি সূর্যকে ঘিরেই একটি সৌরজগতের সৃষ্টি হয়। তবে এবার বিজ্ঞানীরা এমন একটি সৌরজগতের দেখা পেয়েছেন যেখানে তিনটি সূর্য রয়েছে। বিজ্ঞানীরা আরও অদ্ভুত তথ্য দিয়েছেন যে, সেখানে একসময় চারটি সূর্য ছিল, বাকি তিনটি মিলে একটিকে গিলে খেয়ে নিয়েছে।

পৃথিবী থেকে ১৫০ আলোকবর্ষ দূরে রয়েছে ‘টিডবু হাইড্রি’ নক্ষত্রপুঞ্জ। সেখানেই রয়েছে সিস্টেম বা সৌরজগৎ যার নাম দেওয়া হয়েছে এইচডি ৯৮৮০০। এখানেই রয়েছে তিনটি সূর্য।  এর মধ্যে দুটি কাছাকাছি অবস্থান করছে এবং ঘুরে চলেছে একে অন্যকে বেষ্টন করে। তিন নম্বরটি আকারে সব থেকে বড়, সেটি ওই দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, জোড়া সূর্য দুটি নিজেদের প্রদক্ষিণ করতে সময় নেয় ২৪ ঘণ্টা। এই জোড়া সূর্যের মিলিত ভর আমাদের সূর্যের ভরের ১২ গুণ। কোপেনহেগেন ইউনিভার্সিটির নিলস-বোর ইনস্টিটিউটের আলেহান্দ্রো ভিগনা-গোমেজ বলছেন, ‘যতদূর জানি, এ রকম প্রথম আবিষ্কার হলো। আমরা টার্শিয়ারি (তিন তারা বিশিষ্ট) সিস্টেমের কথা জানি কিন্তু তা এত বিশাল নয়।’ জানা গেছে, আবিষ্কৃত সিস্টেমটি এতই উজ্জ্বল যে, তা খুঁজে বের করেছে অপেশাদার মহাকাশ গবেষকদের কমিউনিটি। 

সর্বশেষ খবর