সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

১৪ পর্বতশৃঙ্গ দুবার করে আরোহণে বিশ্ব রেকর্ড

১৪ পর্বতশৃঙ্গ দুবার করে আরোহণে বিশ্ব রেকর্ড

সানু শেরপা -ছবি ইনস্টাগ্রাম

নেপালের শেরপারা সাধারণত এভারেস্টের চূড়াতেই উঠতে পছন্দ করেন। তবে সানু শেরপা নামে এক আরোহী শুধু মাউন্ট এভারেস্ট নয়, বিশ্বের সর্বোচ্চ ১৪টি পর্বতশৃঙ্গের প্রতিটিতে দুবার করে উঠেছেন, যার প্রতিটির উচ্চতা ৮ হাজার মিটারেরও বেশি। সিএনএন জানিয়েছে, বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে এ রেকর্ড করেছেন সানু শেরপা। তাঁর বয়স ৪৭ বছর। তিনি নেপালের উত্তরাঞ্চলের জেলা শঙ্খুবাসাবার বাসিন্দা। সানু যে সংস্থার মাধ্যমে পর্বতারোহণ করে থাকেন দুদিন আগে সেই সংস্থা এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। নেপালের রাজধানী কাঠমান্ডুর ওই হাইকিং কোম্পানির নাম পাইওনিয়ার অ্যাডভেঞ্চার। সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে পাকিস্তানের গশেরব্রাম-২ পর্বতশৃঙ্গের চূড়ায় ওঠার মধ্য সানু শেরপা এ রেকর্ড গড়েছেন। গশেরব্রাম-২ হলো বিশ্বের ১৩তম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এই পর্বতশৃঙ্গের উচ্চতা ৮ হাজার ৩৫ মিটার। পাইওনিয়ার অ্যাডভেঞ্চারের নির্বাহী পরিচালক নিবেশ কারকি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘তিনি (সানু শেরপা) বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে সর্বোচ্চ ১৪টি পর্বতশৃঙ্গ দুবার করে আরোহণ করেছেন।’ তবে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সানু শেরপার ১৪টি পর্বতশৃঙ্গ দুবার আরোহণ নিয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। মাউন্ট এভারেস্টসহ বিশ্বের সর্বোচ্চ ১৪টি পর্বতশৃঙ্গের মধ্যে ৮টির অবস্থান নেপালে। আর অন্য ছয়টি পর্বতশৃঙ্গের অবস্থান   পাকিস্তান ও চীনের তিব্বত অঞ্চলে।

সর্বশেষ খবর