সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

একই সঙ্গে করোনা ও মাঙ্কিপক্সে আক্রান্ত

একই সঙ্গে করোনা ও মাঙ্কিপক্সে আক্রান্ত

বিশ্বে এই প্রথমবার। একসঙ্গে করোনা এবং মাঙ্কিপক্সে আক্রান্ত এক ব্যক্তির খোঁজ মিলল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। তার নাম মিচো থম্পসন। মিচো জানিয়েছেন, জুন মাসের শেষে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর আচমকা সারা গায়ে ক্ষতচিহ্ন দেখা দেয় তাঁর। যা ঘিরে শরীরে আরও যন্ত্রণা বাড়তে থাকে। চিকিৎসকদের কাছে গেলেই তাঁকে পরীক্ষা করানোর পরামর্শ দেন তাঁরা।

এরপরই জানা যায়, তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত। আক্রান্ত ব্যক্তি জানিয়েছেন, জ্বর, গায়ে ব্যথা, শ্বাসকষ্টুু, সারা শরীরে ক্ষত, এমন উপসর্গ দেখা দিয়েছিল।  একদিকে করোনা সংক্রমণ ঘিরে নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। অতিমারির পরিসমাপ্তি এখনো ঘটেনি। তারমধ্যে দোসর মাঙ্কিপক্স। শনিবার মাঙ্কিপক্স ঘিরে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ধীরে ধীরে যে হারে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে, তা ঘিরে দুশ্চিন্তা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সর্বশেষ খবর