সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

প্রতীক এঁকে প্রতিবাদ

প্রতীক এঁকে প্রতিবাদ

স্বাধীন তামিল রাজ্য চেয়ে শ্রীলঙ্কায় দীর্ঘ সময় ‘গৃহযুদ্ধ’ চলে এলটিটিই ও দেশটির সরকারের মধ্যে। এর মধ্যে ১৯৮৩ সালে শুরু হয় তামিল-বিরোধী দাঙ্গা। ‘ব্যাক জুলাই’ নামে পরিচিত এই দাঙ্গায় অসংখ্য তামিল নাগরিককে হত্যা করা হয়। সেই হত্যাকান্ডের বার্ষিকীকে গতকাল কলম্বোতে এক ব্যক্তি তার শরীরে নানা প্রতীক এঁকে প্রতিবাদ জানান        -এএফপি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর