মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

দাবদাহে বিপর্যস্ত ৮ কোটি আমেরিকান

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বস্টনের মতো নিউইয়র্ক এবং ফিলাডেলফিয়াতেও প্রতিদিন দাবদাহের নয়া রেকর্ড তৈরি হচ্ছে। গত রবিবার নিউইয়র্ক এবং ফিলাডেলফিয়ায় গরমে অতিষ্ট দুজনের মৃত্যু হয়েছে। নিউইয়র্ক সিটির মেডিকেল এক্সামিনার অফিস জানায়, তাদের মধ্যে হৃদরোগে আক্রান্ত ছিলেন এক ব্যক্তি। তিনি দাবদাহের ভিকটিম হয়েছেন। এছাড়া  পেনসিলভেনিয়া স্টেটের ৭৩ বছর বয়েসী একজন মারা গেছেন। জাতীয় আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, রবিবার ৮৫ মিলিয়ন তথা সাড়ে ৮ কোটি আমেরিকান অসহনীয় পরিস্থিতিতে পড়েন। এদিন সন্ধ্যায় বস্টনে তাপমাত্রা ছিল প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা ১৯৩৩ সালের রেকর্ড ভেঙেছে। পার্শ্ববর্তী রোড আইল্যান্ড স্টেটেও প্রতিদিনই তাপদাহের অতীত রেকর্ড ভেঙেছে। সেখানে রবিবার অপরাহ্নে ৩৫ ডিগ্রি সেলসিয়াস উঠেছিল। ১১ বছর আগে ফিলাডেলফিয়ার রেকর্ডও ভেঙেছে রবিবার। এ অবস্থায় স্টেট এবং সিটি প্রশাসন সর্বসাধারণের প্রতি বিদ্যুতের সাশ্রয়ের জন্য অনুরোধ জানিয়েছে। অর্থাৎ অত্যধিক গরমে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আগেই সবাই যদি মিতব্যয়ী হন, তাহলে ভয়ংকর কোনো অবস্থার সম্মুখীন হতে হবে না।

জানা গেছে, গত কদিন থেকে যুক্তরাষ্ট্রে টেক্সাস, আরিজোনা, ওহাইয়ো, ওকলাহোমা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা প্রভৃতি স্টেটে তাপদাহ বিরাজ করছিল। সেই অসহনীয় তাপদাহের বিস্তার ঘটেছে নিউইয়র্ক অঞ্চলেও। ফলে সর্বত্র একটি ভীতিকর অবস্থা তৈরি হয়েছে।

সর্বশেষ খবর