রবিবার, ৩১ জুলাই, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

আমেরিকায় অ্যাসল্ট রাইফেল নিষিদ্ধে আইন পাস

আমেরিকায় অ্যাসল্ট রাইফেল নিষিদ্ধে আইন পাস

ন্যান্সি পেলোসি

আমেরিকায় প্রায়ই ঘটছে বন্দুকধারীদের হামলা। দেশটির বিভিন্ন শপিং মল, কনসার্ট ও উন্মুক্ত স্থানে এসব হামলার ঘটনা ঘটে। নির্বিচারে চালানো হামলায় প্রাণ হারাচ্ছেন নাগরিকরা। এমন পরিস্থিতিতে দেশটির সরকার ব্যাপক সমালোচনার মুখে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে। এবার হাউস অব রিপ্রেজেনটেটিভে অর্থাৎ নিম্নকক্ষে অ্যাসল্ট রাইফেলস নিষিদ্ধে আইন পাস হলো। গতকাল সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, আইনটি ২১৭ ভোটে পাস হয়েছে। নিম্নকক্ষে ডেমোক্রেটদের আধিপত্য রয়েছে। এতে দুজন রিপাবলিকান ছাড়া সবাই বিরুদ্ধে ভোট দিয়েছে। চলমান বন্দুক সহিংসতার মধ্যে আইনটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। আইনটি চূড়ন্তভাবে কার্যকর হলে স্বয়ংক্রিয় অস্ত্রের উৎপাদন, বিক্রি ও আমদানি বন্ধ হবে যুক্তরাষ্ট্রে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এ পদক্ষেপের পক্ষে অধিকাংশ আমেরিকান একমত। সিনেটেও এটি পাসের অনুরোধ জানিয়েছেন তিনি। সিনেটে পাস হলে প্রেসিডেন্টের সইয়ে আইনটি চূড়ান্ত রূপ পাবে।

সর্বশেষ খবর