রবিবার, ৩১ জুলাই, ২০২২ ০০:০০ টা

বিদ্যুৎ সাশ্রয়ে স্পেনে টাই পরতে মানা

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বিদ্যুৎ সাশ্রয়ে কর্মীদের টাই না পরার আহ্বান জানিয়েছেন। শুক্রবার রাজধানী মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। ওই সংবাদ সম্মেলনে টাই ছাড়া স্যুট পরে আসেন স্পেনের প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, আপনারা দেখছেন, আমি টাই পরিনি এবং আমি চাই, এখন থেকে মন্ত্রিসভার সব সদস্য, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সব কর্মী শীত আসার আগ পর্যন্ত টাই পরা থেকে বিরত থাকবেন।

যদি আমরা এই গ্রীষ্মে টাই না পরে চলা অভ্যাস করতে পারি, তাহলে দুটি উপকার হবে- প্রথমত, গরমজনিত অস্বস্তি কম হবে এবং দ্বিতীয়ত, আমরা বিদ্যুৎ সাশ্রয় করতে পারব। শুক্রবার স্পেনের রাজধানী মাদ্রিদে তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও সেভিয়ায় তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহে চলতি মাসে স্পেনে অন্তত ৮৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুলাইয়ের ১০, ১১ ও ১২ তারিখে এসব মৃত্যুর ঘটনা ঘটে। ২০১১ সালের গ্রীষ্মে জাপানে তাপপ্রবাহ শুরু হলে দেশটির তৎকালীন সরকার জনগণকে স্যুট-টাই না পরার আহ্বান জানায়। বিবিসি

সর্বশেষ খবর