মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ ০০:০০ টা

‘আমার নিজস্ব বাড়ি নেই’ বিক্ষোভকারীদের ‘গো হোম’ স্লোগানের জবাবে রনিল

‘আমার নিজস্ব বাড়ি নেই’ বিক্ষোভকারীদের ‘গো হোম’ স্লোগানের জবাবে রনিল

রনিল বিক্রমাসিংহে

নিজস্ব বাড়ি নেই তাঁর। বিক্ষোভরত লঙ্কান মানুষের দাবির পরিপ্রেক্ষিতে এমনটাই জানালেন শ্রীলঙ্কার সদ্যনির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। দেশটির অনেক মানুষ এখনো নতুন প্রেসিডেন্টকে মানতে পারছেন না। সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বিরুদ্ধে আন্দোলনেও স্লোগান ছিল, ‘গো হোম’। সেই স্লোগান নতুন প্রেসিডেন্টের বিরুদ্ধেও ব্যবহার করা হচ্ছে। বিদেশি ঋণের বোঝায় দেশের অর্থনীতি ভেঙে পড়ার পর প্রতিবাদে রাস্তায় নামেন রাষ্ট্রটির বাসিন্দারা।  মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করার পর শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে নিয়োগ করা হয় বিক্রমাসিংহেকে। কিন্তু প্রতিবাদীদের নিশানায় পড়েন তিনিও। ৯ জুলাই তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেন প্রতিবাদীরা। সে প্রসঙ্গ টেনে এনে বিক্রমাসিংহে বলেছেন, ‘আমি সবাইকে অনুরোধ করছি, আমাকে বাড়ি যেতে বলবেন না। আমার কোনো বাড়ি নেই যেখানে আমি ফিরে যেতে পারব। যার নিজের বাড়ি নেই, সে রকম একজন মানুষকে বাড়ি যেতে বলা সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়।’

 দ্বীপরাষ্ট্রের একটি সংবাদপত্রে লেখা হয়েছে, নিজের বাড়ি বানিয়ে দিতে প্রতিবাদীদের অনুরোধ জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। জানা গেছে, বিক্রমাসিংহে বলেছেন, ‘হয় দেশকে গড়ে তুলুন নয় তো আমার বাড়ি আবার নতুন করে বানিয়ে দিন।’

সর্বশেষ খবর