মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ ০০:০০ টা

এবার সাদা বোতলে স্প্রাইট

এবার সাদা বোতলে স্প্রাইট

লেবুর স্বাদের বিশ্বখ্যাত পানীয় স্প্রাইট এবার তার চেহারা বদলাল। তবে স্বাদে নয়। ৬০ বছর পর বোতলের রং বদলাল গতকাল। বিশ্বের অনেক দেশেই গতকাল থেকে নতুন রূপে বাজারে মিলছে ‘স্প্রাইট’। স্বচ্ছ বোতলে পানীয়র আসল রং ধরা পড়বে ক্রেতার চোখে। ৬০ বছর পর এই বদলের কারণও জানিয়েছে সংস্থাটি। পরিবেশকে সুস্থ রাখতে নিজেদের এত দিনকার পরিচয় পাল্টে ফেলা হচ্ছে বলে দাবি তাদের। মূল সংস্থার অর্থাৎ কোকা-কোলা কোম্পানির তরফে পরিবেশবান্ধব মানসিকতার কথাই জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির বক্তব্য, ¯প্রাইটের পরিচিত সবুজ বোতলটি তৈরি হয় পলিইথিলিন টেরিপথ্যালেট (পিইটি) দিয়ে। এ রাসায়নিক উপাদান পুনর্ব্যবহারযোগ্য। এখান থেকে কার্পেট জাতীয় ঘরোয়া সামগ্রী তৈরি করা যায়। কিন্তু সংস্থার বক্তব্য, এ ধরনের প্লাস্টিককে ফের ব্যবহারের যোগ্য করে তোলার চেয়ে সাদা স্বচ্ছ প্লাস্টিক ব্যবহার করা এবং তাকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা অনেক সহজ। এক বিবৃতিতে কোকা-কোলা কোম্পানি জানাচ্ছে, পুনর্ব্যবহারযোগ্য হলেও পিইটি একটা সময় পর আর ব্যবহার করা যায় না। আরথ্রি সাইকেল নামে এক মার্কিন সংস্থার হাত ধরে কোকা-কোলা বোতলের রং বদলের কাজ শেষ করেছে। তবে বোতলের ঢাকনায় চিরসবুজের ছোঁয়া থাকছেই।

সর্বশেষ খবর