মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ ০০:০০ টা

চীনা হুঁশিয়ারি উপেক্ষা করে পেলোসি তাইওয়ান যাচ্ছেন আজ

চীনা হুঁশিয়ারি উপেক্ষা করে পেলোসি তাইওয়ান যাচ্ছেন আজ

ন্যান্সি পেলোসি

ইউক্রেন সংকট সামাল দিতে ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের অনেক দেশ যখন হিমশিম খাচ্ছে, ঠিক সেই সময়ে তাইওয়ানকে কেন্দ্র করে নতুন সংঘাত আরও বড় বিপর্যয় বয়ে আনতে পারে, এমন আশঙ্কা দানা বাঁধছে। এমন সংকটের স্ফুলিঙ্গ হতে পারে মার্কিন সংসদের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফর। চীনা হুঁশিয়ারি উপেক্ষা করে আজ সন্ধ্যায় তাইওয়ান যাচ্ছেন পেলোসি। গতকাল তাইওয়ানের একাধিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। আজ রাজধানী তাইপেতে রাতযাপন করবেন মার্কিন স্পিকার। এমন প্রেক্ষাপটে তাইওয়ানের ওপর চীনের সামরিক হামলার আশঙ্কা বাড়ছে। বিশেষ করে ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার পর চীন এমন চরম পদক্ষেপ নিতে আরও ‘সাহস’ পেতে পারে বলে অনেকে মনে করছেন। ইতোমধ্যেই চীনা কর্তৃপক্ষ গতকাল বলেছে, ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে এলে চীনের সেনাবাহিনী ‘অলস বসে থাকবে না’। চীনা পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান।

তিনি বলেন, পদমর্যাদা অনুযায়ী ন্যান্সি পেলোসি যুক্তরাষ্ট্রের তৃতীয় শীর্ষ কর্মকর্তা। এমন পদমর্যাদার কারণে তাইওয়ানে তার সফরের গুরুতর রাজনৈতিক প্রভাব রয়েছে।

সর্বশেষ খবর