শুক্রবার, ৫ আগস্ট, ২০২২ ০০:০০ টা

আরেকটি মন্দার মুখে যুক্তরাজ্য!

ব্যাংক অব ইংল্যান্ড বলছে, ২০২৩ সালের মধ্যে মন্দায় পড়বে ব্রিটেন। মুদ্রাস্ফীতি দাঁড়াবে কমপক্ষে শতকরা ১৩ ভাগ

করোনা মহামারির ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বৈশ্বিক অর্থনীতি। এর মধ্যে শুরু হয়েছে ইউক্রেন-রাশিয়া সংঘাত। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, বিশ্ব কি আরেকটি অর্থনৈতিক মন্দার মুখে পড়ছে? এর মধ্যেই যুক্তরাজ্যের বিষয়ে ভয়াবহ সতর্কতা দিয়েছে ব্যাংক অব ইংল্যান্ড। বলেছে, ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার পর সবচেয়ে দীর্ঘস্থায়ী আরেকটি মন্দা এগিয়ে আসছে। ২০২৩ সমালের মধ্যে এক বছরব্যাপী মন্দায় পড়বে ব্রিটেন। গ্যাস ও জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে ওই সময়ে মুদ্রাস্ফীতি দাঁড়াবে শতকরা কমপক্ষে ১৩ ভাগ। গতকাল কেন্দ্রীয় ব্যাংকটি এ পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে রেজলিউশন ফাউন্ডেশন বলেছে, অনিশ্চিত এক অবস্থার মধ্যে আগামী বছরে মুদ্রাস্ফীতি দাঁড়াতে পারে শতকরা ১৫ ভাগ। এরই মধ্যে ব্যাংক তার সুদের হার শতকরা ০.৫ ভাগ বাড়িয়ে ১.৭৫ ভাগ করেছে। ১৯৯৭ সালের পর এক ধাক্কায় এটাই সবচেয়ে বড় সুদহার বৃদ্ধি। এ খবর দিয়েছে ব্রিটেনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ। ফলে ১৯৫০ দশকের মাঝামাঝির পর পারিবারিক আয়ে সবচেয়ে সংকোচন এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমিয়ে দিচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, ফেব্রুয়ারিতে প্রত্যাশার চেয়ে দুর্বল প্রবৃদ্ধি এবং গত মাসে ১৯৯২ সালের পর মূল্যস্ফীতি সর্বোচ্চতে পৌঁছার কারণে সিটির পূর্বাভাসে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রবৃদ্ধি ২০২২ সালের প্রথমার্ধ্বে ১ শতাংশ অর্জনের পথে রয়েছে। কিন্তু আসন্ন গ্রীষ্মে তা কমে যেতে পারে।

মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জিওর্গিয়েভা চলমান ও আগামী বছর প্রবৃদ্ধি মন্থর হতে পারে সতর্কতা জানানোর পর বিশেষজ্ঞরা ব্রিটেনে মন্দার আশঙ্কা প্রকাশ করলেন।

ব্যাংকটি বলছে, ২০২৩ সালের প্রতিটি চতুর্ভাগে জাতীয় প্রবৃদ্ধি কমে যাবে। এর পরিমাণ হতে পারে শতকরা ২.১ ভাগ। ঐতিহাসিক মানদণ্ডে এর ফলে প্রবৃদ্ধি হবে খুবই দুর্বল। এতে আরও পূর্বাভাস করা হয়েছে, এ কারণে ২০২৫ সালের পর পর্যন্ত প্রবৃদ্ধি হবে শূন্য অথবা খুবই সামান্য। এ আয় এ বছর কমে যাবে শতকরা ১.৫ ভাগ। আগামী বছর ২.২৫ ভাগ। বিশেষজ্ঞরা যখন সতর্কতা দিয়েছেন মুদ্রাস্ফীতি দাঁড়াতে পারে শতকরা ১৫ ভাগ, এর পরিপ্রেক্ষিতে মনিটারি পলিসি কমিটির কর্মকর্তারা সুদের বেজ রেট শতকরা ১.২৫ ভাগ থেকে বাড়িয়ে ১.৭৫ ভাগ করেছেন। ব্যাংক অব ইংল্যান্ড ২৭ বছর আগে ট্রেজারি থেকে স্বাধীন হয়। তারপর এই প্রথমবার তাদের সবচেয়ে বড় অঙ্কের সুদের হার বৃদ্ধি। এর ফলে যেসব বাড়ির মালিক মর্টগেজ নিয়েছেন তাৎক্ষণিকভাবে তাদের মর্টগেজের হার বৃদ্ধি পাবে শতকরা প্রায় ২০ ভাগ।

এর ফলে মাসে মর্টগেজের সঙ্গে যুক্ত হবে অতিরিক্ত প্রায় ৯০ পাউন্ড। ফলে গড়ে মর্টগেটের পরিমাণ হবে ১ লাখ ৫০ হাজার পাউন্ড। বাড়ির মালিকদের মধ্যে শতকরা ৮০ ভাগেরই এ ক্ষেত্রে রয়েছে ফিক্সড চুক্তি। ফলে অল্প সময়ের জন্য তাঁরা নিরাপদ থাকতে পারেন। কিন্তু এক তৃতীয়াংশ মানুষ দুই বছরের মধ্যে এ চুক্তি হারাবেন। ফলে তাঁদের অনেক বেশি অর্থ পরিশোধ করতে হবে।

সর্বশেষ খবর