শুক্রবার, ৫ আগস্ট, ২০২২ ০০:০০ টা

টারবাইন ফেরত নিতে অস্বীকৃতি রাশিয়ার, বিপাকে জার্মানি

টারবাইন ফেরত নিতে অস্বীকৃতি রাশিয়ার, বিপাকে জার্মানি

টারবাইনের সামনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ

টারবাইনটির দৈর্ঘ্য ৪০ ফুট (১২ মিটার)। রাশিয়া থেকে জার্মানিতে যে নর্ড স্ট্রিম-১ পাইপলাইন দিয়ে গ্যাস যায় তা সঞ্চালন করতেই টারবাইনটি ব্যবহার করা হয়। এটি সম্প্রতি কানাডায় মেরামত করে জার্মানিতে পাঠানো হয়। এরপর এটিকে রাশিয়ায় পাঠানোর কথা ছিল। কিন্তু এটি আর রাশিয়া নিতে চাচ্ছে না। এটি বেশ কিছুদিন ধরেই জার্মানিতে আটকে পড়ে আছে।

জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ বুধবার জানান, টারবাইনটি রাশিয়ার ডেলিভারি করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন। এখন রাশিয়া চাইলেই টারবাইনটি নিতে পারবে। কিন্তু রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম টারবাইনটি ফেরত নিতে অস্বীকৃতি জানিয়েছে। এর মাধ্যমে মূলত বেকায়দায় পড়ল জার্মানিই। কারণ এ টারবাইনের দোহাই দিয়ে জার্মানিতে নর্ড স্ট্রিম-১ পাইপলাইন দিয়ে গ্যাস পাঠানো প্রায় ৮০ ভাগ কমিয়ে দিয়েছে রাশিয়া। টারবাইনটি মেরামত করতে জার্মানির সিমেন্স কোম্পানি কানাডায় পাঠিয়েছিল। কিন্তু কানাডা রাশিয়ার সম্পত্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় এটি কানাডায় আটকে যায়। আর সুযোগ কাজে লাগিয়ে রাশিয়া গ্যাস কমিয়ে দেয়। নিষেধাজ্ঞা শিথিল করে কানাডা টারবাইনটি জার্মানিতে পাঠায়। এরপর তারা সেটি রাশিয়ায় পাঠানোর জন্য প্রস্তুত করে। কিন্তু এখন টারবাইনটি নিতে অস্বীকৃতি জানাচ্ছে রাশিয়া। টারবাইন ফেরত না নেওয়ার ব্যাপারে গ্যাসপ্রম একটি বিবৃতিতে বলেছে, নিষেধাজ্ঞা সাম্রাজ্য কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য এবং সিমেন্সের সঙ্গে বর্তমান চুক্তির অসঙ্গতির কারণে এই টারবাইন পোর্তোভায় ডেলিভারি নেওয়া অসম্ভব।

সর্বশেষ খবর