রবিবার, ৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

আসিয়ানে মিয়ানমারের জেনারেলরা নিষিদ্ধ

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান এর যে কোনো বৈঠকে মিয়ানমারের জেনারেলদের নিষিদ্ধ করা হয়েছে। ১৫ মাস আগে ঘোষিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে মিয়ানমার কোনো অগ্রগতি অর্জন না করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। জোটের পররাষ্ট্রমন্ত্রীরা এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন। কম্বোডিয়ার রাজধানী নমপেনে আয়োজিত আসিয়ানের আঞ্চলিক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখন বলেন, মিয়ানমারের জেনারেলদের ‘অবশ্যই এমন পদ্ধতিতে কাজ করতে হবে যাতে অগ্রগতি দেখা যায়, এরপর আমরা অগ্রগতি দেখানোর সিদ্ধান্তে কাজ করতে সক্ষম হব।’ পররাষ্ট্রমন্ত্রীরা ২০২১ সালের এপ্রিলে সেনাপ্রধান ও অভ্যুত্থান নেতা সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংয়ের সঙ্গে একমত হওয়া তথাকথিত পাঁচ-দফা ঐক্যমতে অগ্রগতি না হওয়ার নিন্দা জানিয়েছেন। তারা স্বঘোষিত রাজ্য প্রশাসন কাউন্সিলকে (এসএসি) নভেম্বরে অনুষ্ঠিতব্য আঞ্চলিক শীর্ষ সম্মেলনের আগে পরিকল্পনাটি বাস্তবায়নে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন। মন্ত্রীরা বলেছেন, তারা ‘পাঁচ দফা ঐক্যমতের সময়োপযোগী ও সম্পূর্ণ বাস্তবায়নে নেপিডো কর্তৃপক্ষের সীমিত অগ্রগতি এবং প্রতিশ্রুতির অভাবের কারণে অত্যন্ত হতাশ।’

সর্বশেষ খবর