সোমবার, ৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

চীন সীমান্তে সামরিক মহড়ায় যাচ্ছে আমেরিকা-ভারত

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই হিমালয় পর্বতে যৌথ সামরিক মহড়া চালানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা ও ভারত। আগামী অক্টোবরে ভারত-চীনের বিরোধপূর্ণ সীমান্ত থেকে ১০০ কিলোমিটারেরও কম দূরত্বে এ মহড়া অনুষ্ঠিত হবে। শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ কথা জানিয়েছেন ভারতীয় এক সেনা কর্মকর্তা। এ বিষয়ে জানাশোনা আছে, ভারতীয় সেনাবাহিনীর এমন একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ভারতের উত্তরাখন্ডের আউলিতে ১০ হাজার ফুট উঁচু এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হবে। মহড়ায় অনেক উঁচু এলাকায় যুদ্ধের প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হবে। তাইওয়ানকে কেন্দ্র করে বেইজিং-ওয়াশিংটনের চলমান উত্তেজনার মধ্যেই এ খবর এলো। আউলি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে অবস্থিত। এটি ভারত ও চীনকে বিভক্ত করেছে।

সর্বশেষ খবর