মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

কলম্বিয়ার প্রথম বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্র

কলম্বিয়ার প্রথম বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্র

কলম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সাবেক গেরিলা যোদ্ধা ও মেয়র গুস্তাভো পেত্র। পেত্রই কলম্বিয়ার প্রথম নির্বাচিত বামপন্থি প্রেসিডেন্ট। খবর আল জাজিরার।  কলম্বিয়ার স্থানীয় সময় রবিবার বিকালে বোগোটার বলিভার প্লাজায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এম-১৯ সশস্ত্র গোষ্ঠীর সাবেক যোদ্ধা।

শপথ নিয়েই পেত্র তার অভিষেক ভাষণে বৈষম্য ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি কলম্বিয়ায় শান্তি আনতে দেশকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেন। আবেগাপ্লুত পেত্র বলেন, ‘আমি যেমন দুটি সমাজ চাই না, তেমনি দুটি দেশও চাই না। আমি শুধু একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ কলম্বিয়া চাই।’ নির্বাচনে বেকার সমস্যা, নিরাপত্তাব্যবস্থার অবনতিসহ বেশ কিছু সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন পেত্র।

সর্বশেষ খবর