মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

তাইওয়ানের চারপাশে চীনের মহড়া অব্যাহত

পূর্ব ঘোষণা অনুযায়ী, চীনের সামরিক মহড়া গত রবিবার শেষ হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল দেশটির সেনাবাহিনী এই মহড়া অব্যাহত থাকার কথা জানাল। স্বশাসিত তাইওয়ানে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের পর গত বৃহস্পতিবার চীন এই মহড়া শুরু করে।

মহড়ায় যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, এমনকি ক্ষেপণাস্ত্র পর্যন্ত ব্যবহার করেছে চীন।

চীনা সেনাবাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ড বলেছে, তারা সাবমেরিনবিরোধী হামলার বিরুদ্ধে এবং সমুদ্রে ঘেরাওয়ের বিরুদ্ধে মহড়া চালাবে। এর আগে যে চার দিন তাইওয়ানের চারপাশে চীন সামরিক মহড়া করেছে, তা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের জবাবে। এই মহড়ার মাধ্যমে আগ্রাসনের চর্চা করছে চীন- এমন অভিযোগ করেছে তাইওয়ান। গতকাল দেশটি বলেছে, মহড়াকালে চীনা বিমান অথবা জাহাজ তাদের জলসীমায় প্রবেশ করেনি, যার বিস্তার উপকূল থেকে ২২ কিলোমিটার পর্যন্ত।

সর্বশেষ খবর