বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

এবার ‘ল্যাঙ্গিয়া’ ভাইরাসের আতঙ্ক ছড়াল চীনে

এবার ‘ল্যাঙ্গিয়া’ ভাইরাসের আতঙ্ক ছড়াল চীনে

থেমে থেমে বিশ্বকে কাঁপিয়ে চলছে করোনা। চীন থেকে ছড়িয়ে পড়া এই মহামারির পরিসমাপ্তি কবে তা এখনো কেউ জানে না। তার মধ্যেই বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে মাঙ্কিপক্স ভাইরাস। এরই মধ্যে আরও এক নতুন ভাইরাসের খোঁজ মিলল চীনে। প্রশাসন সূত্রে খবর, ল্যাঙ্গিয়া হেনিপাভাইরাসে ইতোমধ্যেই চীনে আক্রান্ত হয়েছেন অন্তত ৩৫ জন।

কীভাবে ছড়ায় এই ভাইরাস : বিজ্ঞানীরা জানাচ্ছেন, বাদুরের থেকে এই ভাইরাস ছড়ায় মানুষের শরীরে। এই ভাইরাস অনেকটা নিপা ভাইরাসের মতোই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, খাবার, পানীয় জলের মাধ্যমেই পশু থেকে মানুষের শরীরে প্রবেশ করে এই ভাইরাস। জ্বর, ক্লান্তি, সর্দি-কাশি, খিদে না পাওয়া, পেশীতে ব্যথা এবং বমি বমি ভাবের মতো উপসর্গ দেখা দেয়।

তবে উদ্বেগের বিষয় হল, এই ভাইরাসের সংক্রমণ রুখতে এখনো পর্যন্ত কোনো ভ্যাকসিন তৈরি হয়নি।

চীনের দুটি প্রদেশে এই ভাইরাস আবিষ্কার করা হয়েছে। নতুন এক গবেষণায় এ কথা বলা হয়েছে বলে এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস।

ওই গবেষণার লেখকরা এর নাম দিয়েছেন ল্যাঙ্গিয়া হেনিপাভাইরাস বা সংক্ষেপে লেভি। গবেষণায় বলা হয়েছে, একজন রোগীর সোয়াপ বা গলা থেকে নমুনা নিয়ে পরীক্ষা করে আলাদা করা হয়েছে হেনিপাভাইরাস। এর নাম দেওয়া হয়েছে লেভি।

সর্বশেষ খবর