শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ইউক্রেন যুদ্ধের প্রধান উসকানিদাতা যুক্তরাষ্ট্র

চীনের অভিযোগ

ইউক্রেন যুদ্ধে চীনকে পাশে পাচ্ছে রাশিয়া। মস্কোতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং হানহুই ইঙ্গিতে তা অনেকটা নিশ্চিত করেছেন। তিনি অভিযোগও করেছেন এই যুদ্ধকে ত্বরান্বিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটি রাশিয়াকে শেষ করে দিতে চাইছে। তিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ‘প্রধান উসকানিদাতা’ হিসেবে আখ্যায়িত করেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া ঝ্যাংয়ের এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ইউক্রেন সংকটের সূচনাকারী ও প্রধান উসকানিদাতা হিসেবে ওয়াশিংটন রাশিয়ার ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করছে।’

রাষ্ট্রদূত ঝ্যাং হানহুই বলেন, ন্যাটো প্রতিরক্ষা জোটের বারবার সম্প্রসারণ ঘটানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়াকে কোণঠাসা করেছে ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইউক্রেনের অন্তর্ভুক্তি বিষয়ে চাপ দিয়ে গেছে। চীনের রাষ্ট্রদূত আরও বলেন, ‘তাদের (যুক্তরাষ্ট্র) চূড়ান্ত লক্ষ্য হলো দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে ও নিষেধাজ্ঞার কবলে ফেলে রাশিয়াকে নিঃশেষ ও চূর্ণবিচূর্ণ করা।’

সর্বশেষ খবর