শনিবার, ১৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা

মোদি-শাহবাজ দেখা হচ্ছে, কথা হবে তো?

মোদি-শাহবাজ দেখা হচ্ছে, কথা হবে তো?

আসছে মাসে উজবেকিস্তানের সমরকন্দে অনুষ্ঠিত হওয়ার কথা সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলন। পাকিস্তানি সংবাদপত্র ডেইলি জং-এর মতে, ১৫ ও ১৬ সেপ্টেম্বর ওই সম্মেলনের সময় নির্ধারণ করা আছে। এখানে আঞ্চলিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনায় বসবেন এই সংগঠনের নেতারা। ওই সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও যোগ দেবেন। সম্মেলনে তিনি সংস্থাটির সদস্য চীন, রাশিয়া, ইরানের রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ জুলাই বৈঠকে সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা একমত হয়েছেন যে তাদের দেশের বিশিষ্ট নেতাদেরও শীর্ষ সম্মেলনে যোগ দিতে হবে। তবে, তাসখন্দে বৈঠকে যোগদানকারী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো বলেছেন, পাকিস্তান ও ভারতীয় নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকটি পূর্ব নির্ধারিত নয়। অবশ্য একটি সংবাদমাধ্যমকে তিনি এও বলেন, ‘সেপ্টেম্বরে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের কোনো পরিকল্পনা নেই।’ ভারত ও পাকিস্তান এসসিওর সদস্য। সংগঠনের বৃহত্তর কর্মকাণ্ডের প্রেক্ষাপটেই শুধু দুই দেশ যোগাযোগ রেখে চলেছে। বিলওয়াল বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী দেশ। কেউ অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারলেও প্রতিবেশী কে হবে তা ঠিক করতে পারে না। তাই তাদের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে আমাদের অভ্যস্ত হওয়া উচিত।’

 

 

সর্বশেষ খবর