শনিবার, ১৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বলসোনারোর বিরুদ্ধে বিক্ষোভ

ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো এখন নিয়মিত নির্বাচনী ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন। তিনি ইভিএম ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়মিত সমালোচনা করছেন। অক্টোবরে প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে সমীক্ষা বলছে, দক্ষিণপন্থি বলসোনারো তার প্রধান প্রতিদ্বন্দ্বী বামপন্থি লুলা দ্য সিলভার থেকে পিছিয়ে আছেন। বলসোনারো ভোট ব্যবস্থা নিয়ে মুখ খোলার পরই গণতন্ত্র বাঁচানোর কথা বলে পথে নেমেছেন হাজারো মানুষ। বৃহস্পতিবার গণতন্ত্রপন্থিদের মিছিল ও জনসভা ব্রাজিলের প্রায় সবকটি শহরে হয়েছে। সেখানে স্লোগান দেওয়া হয়েছে, ‘ভোটকে সম্মান করো’, ‘বলসোনারো ক্ষমতার বাইরে যাও’। ব্রাজিলের প্রায় নয় লাখ মানুষ একটি ইস্তেহারে সই করেছেন, সেখানে বলা হয়েছে, আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে। দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে বাঁচাতে হবে। আর্থিক মন্দা রুখতে হবে।

 

সর্বশেষ খবর