বুধবার, ১৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ভারতের আপত্তির পরও চীনা ‘গুপ্তচর’ জাহাজ শ্রীলঙ্কায়

শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে নোঙর করল চীনের বিতর্কিত জাহাজ ‘ওয়াং ইয়াং-৫’। গতকাল সকালে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে নোঙর ফেলেছে চীনা জাহাজটি। জাহাজটিকে গবেষণা ও সমীক্ষার কাজে ব্যবহার করা হয় বলে বেইজিং দাবি করলেও, এর মাধ্যমে মূলত নজরদারির কাজ চালানো হয় বলে অভিযোগ ভারতের। শ্রীলঙ্কার বন্দরে এই জাহাজের নোঙর করা নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়ে এসেছে দিল্লি। সংশয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রও। ভারত ও যুক্তরাষ্ট্রের উদ্বেগের জন্যই চীনা জাহাজের প্রবেশের বিষয়ে দোটানায় ছিল শ্রীলঙ্কা। আর তাই প্রথমে চীনা জাহাজের প্রবেশে সায় দেয়নি শ্রীলঙ্কা। কিন্তু পরে অবস্থান বদল করে তারা। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করছে না জিনপিং সরকার। জানা গেছে, ইউয়ান ওয়াং ফাইভ জাহাজটিকে ২২ আগস্ট পর্যন্ত হাম্বানটোটা বন্দরে থাকার অনুমতি দেওয়া হয়েছে। তবে শর্ত দেওয়া হয়েছে, যে এটি শ্রীলঙ্কার জলসীমায় কোনো গবেষণা চালাবে না।

 

সর্বশেষ খবর