বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ইসরায়েলের বিরুদ্ধে হলোকাস্টের অভিযোগ

ইসরায়েলের বিরুদ্ধে হলোকাস্টের অভিযোগ

মাহমুদ আব্বাস

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মঙ্গলবার ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর ‘হলোকাস্ট’ চালানোর অভিযোগ করেছেন। বার্লিনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন। ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিক প্রতিযোগিতার সময় ফিলিস্তিনি সন্ত্রাসী হামলায় ১১ জন ইসরায়েলি খেলোয়াড় ও কর্মকর্তা এবং এক জন জার্মান পুলিশকর্মীর হত্যার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এক সাংবাদিক প্রেসিডেন্ট আব্বাসকে প্রশ্ন করেন, তিনি এই ঘটনার জন্য ইসরায়েলের কাছে ক্ষমা চাইবেন কি না। জবাবে আব্বাস বলেন, ইসরায়েল ১৯৪৭ সাল থেকে ফিলিস্তিনের ৫০টি জায়গায় ৫০টি গণহত্যা চালিয়েছে। সেই সঙ্গে তিনি আরও বলেন, ‘৫০টি গণহত্যা, ৫০টি হলোকাস্ট।’ বলা বাহুল্য, বার্লিন শহরে তিনি এমন শব্দ বেছে নেওয়া বিষয়টিকে ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে।

উল্লেখ্য, হলোকাস্ট শব্দটি গ্রিক শব্দ হোলোকাস্টন থেকে এসেছে, যার অর্থ আগুন দিয়ে হত্যা করা। তবে এটি মূলত ইহুদি জনগণের প্রতি নাৎসিদের অত্যাচার এবং তাদের নিকৃষ্ট বলে বিবেচিত করে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে ইহুদি নিধনকেই বোঝানো হয়েছে।

সর্বশেষ খবর