বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ভারতে মানবাধিকার নিয়ে ১০০ লেখকের উদ্বেগ

‘যে দেশকে আমরা গভীরভাবে ভালোবাসতাম তার ওপর ছায়া পড়ে আছে’, ভারতে মানবাধিকার ক্ষুণ্ন হওয়া নিয়ে সরব লেখক সালমান রুশদি। সমীক্ষা অনুযায়ী, সাম্প্রতিককালে ভারতে মত প্রকাশের স্বাধীনতা, শিক্ষার স্বাধীনতা, ডিজিটাল অধিকারের বিরুদ্ধে হুমকি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

সম্প্রতি নিউইয়র্কে ছুরিকাঘাতে আহত হওয়ার পর একটু সুস্থ্য হয়েই বর্তমান ভারতের গণতন্ত্রের অবস্থা নিয়ে প্রকাশ্যে আওয়াজ তুললেন লেখক সালমান রুশদি। তার সঙ্গে আরও শতাধিক লেখক ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে মানবাধিকারের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশ্বে বাক স্বাধীনতা প্রকাশের সংগঠন ‘দ্য পেন’ এর প্রকাশিত একটি বিবৃতিতে ১১৩ জন ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত লেখক সম্মিলিতভাবে ‘ইন্ডিয়া অ্যাট ৭৫’ শিরোনামে গণতন্ত্রের অভাব নিয়ে একটি বিবরণী প্রকাশ করেছেন। একই সঙ্গে গোটা বিশ্ব থেকে প্রায় ১০২ জন লেখক এবং দ্য পেন-এর সমর্থকরা স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখে ভারতে লেখনীর স্বাধীনতাকে সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। ১১৩ জন লেখকের মধ্যে রয়েছেন কিরণ দেশাই, ঝুম্পা লাহিড়ী, গীতাঞ্জলি শ্রী, গণেশ দেবী, প্রিয়মবদা গোপাল, শোভা দে, অশোক বাজপেয়ী এবং মেহতা প্রমুখ। তাদের বিবৃতিতে ১৯৭৫ সালের ইমার্জেন্সি এবং স্বাধীন ভারত দ্বারা কঠোর ঔপনিবেশিক আইন বজায় রাখার কথা উল্লেখ করা হয়েছে।

 

সর্বশেষ খবর