শিরোনাম
শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার চেষ্টায় গোতাবায়া

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার চেষ্টায় গোতাবায়া

গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালানো সাবেক শ্রীলঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার চেষ্টা করছেন। তিনি তাঁর স্ত্রী, সন্তানকে নিয়ে সেখানেই স্থায়ী হওয়ার অপেক্ষায় আছেন। এমন কথাই জানিয়েছে শ্রীলঙ্কার ‘দ্য ডেইলি মিরর’ পত্রিকা। সূত্র জানিয়েছে, গত মাস থেকেই যুক্তরাষ্ট্রে গোতাবায়া রাজাপক্ষের আইনজীবীরা তাঁর গ্রিন কার্ড পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেন। গোতাবায়ার স্ত্রী আইয়োমা রাজাপক্ষে মার্কিন নাগরিক। স্ত্রীর সূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করার যোগ্যতা রয়েছে তাঁর। বর্তমানে থাইল্যান্ডের একটি হোটেলে অবস্থান করছেন গোতাবায়া। তাঁর সঙ্গে আছেন স্ত্রীও। প্রথমে পরিকল্পনা ছিল আগামী নভেম্বর পর্যন্ত তাঁরা থাইল্যান্ডে থাকবেন। কিন্তু সে পরিকল্পনা বাদ দিয়ে এখন তাঁরা ২৫ আগস্ট শ্রীলঙ্কায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, থাইল্যান্ডে নিরাপত্তাজনিত কারণে তিনি স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন না। দেশটির সরকারি কর্মকর্তারা গোতাবায়াকে হোটেলের মধ্যেই থাকতে নির্দেশ দিয়েছেন। প্রতিশ্রুতি মতো স্বাধীনতা না পেয়ে গোতাবায়া তাঁর পরিকল্পনা বদল করছেন।

সর্বশেষ খবর