শিরোনাম
সোমবার, ২৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

দুই বছরের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ত্রিপোলিতে

দুই বছরের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ত্রিপোলিতে

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সশস্ত্র দুই মিলিশিয়া দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। রক্তক্ষয়ী সংঘাতে রণক্ষেত্রে পরিণত হয়েছে ত্রিপোলি। রক্তপাত বন্ধে সব পক্ষকে অবিলম্বে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের সংঘর্ষে কমেডিয়ান মুস্তফা বারাত নিহত হন। গত দুই বছর ধরে দেশটিতে শান্ত পরিস্থিতি থাকলেও শনিবার সন্ধ্যা থেকে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে সশস্ত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে। রাস্তায় নেমে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সশস্ত্র বাহিনী ফাথি বাশাঘার অনুগত মিলিশিয়াদের একটি বহরকে পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করে। দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার জেরে লিবিয়ায় আবারও অস্থিরতা দেখা যাচ্ছে। সংঘর্ষের পর রবিবার সকালে ত্রিপোলির রাস্তায় মোটরচালকদের ভিড় ছিল, দোকানপাটও খোলা ছিল এবং লোকজন সংঘর্ষে চূর্ণ গাস ও অন্যান্য ধ্বংসাবশেষ পরিষ্কার করছিল। মধ্য ত্রিপোলির রাস্তায় কিছু পোড়া গাড়ি দেখা গেছে। রয়টার্সের খবর অনুসারে, এই সংঘর্ষ প্রধানমন্ত্রী আব্দুল হামিদ আল দেবাইবাহ এবং ফাতহি বাসাগার মধ্যে ব্যাপক সংঘর্ষের আশঙ্কা গভীর করেছে। দেবাইবাহকে সরিয়ে নতুন সরকার গঠন করতে চাচ্ছে বাসাগা। গত মে মাসের পর শনিবার ত্রিপোলি দখল করতে বাসাগার এটা দ্বিতীয় প্রচেষ্টা ছিল। আর সংসদ সমর্থিত প্রশাসন ত্রিপোলিভিত্তিক সরকারকে স্থানচ্যুত করতে ব্যর্থ হয়েছে।

 

সর্বশেষ খবর