ইউক্রেনে হামলার কারণে রাশিয়াকে নানাভাবে শাস্তি দিতে চেয়েছে ইউরোপ। কিন্তু পাল্টা সমস্যায় পড়েছে গোটা ইউরোপ। শীত আসার এখনো ঢের বাকি। কিন্তু সেই শীতকে এবার কীভাবে মোকাবিলা করবে তা নিয়ে ঘাম ছুটছে। কারণ শীতে বাড়ি ও যানবাহন গরম রাখার জন্য যে জ্বালানির প্রয়োজন হয় তার প্রধান সরবরাহ হয় রাশিয়া থেকে। এবার রাশিয়া থেকে আশানুরূপ সেই জ্বালানি পাবে না ইউরোপ। সেই ধকল সইতে হবে গোটা ইউরোপকে।…