বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

চীনে ভূমিকম্পে নিহত ৬৫

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছে। সোমবার স্থানীয় সময় বেলা ১টায় দেশের সিচুয়ান প্রদেশে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কারণে পাহাড়ি ভূমিধসেরও সৃষ্টি হয়। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানায়, ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটির কেন্দ্রস্থল লুডিং নামের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের একটি শহর। সিচুয়ানের রাজধানী চেংডু থেকে শহরটি প্রায় ২২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। ভূমিকম্পের প্রভাবে চেংডু এবং পার্শ্ববর্তী মেগা-সিটি চংকিং-এর ভবনগুলো কেঁপে ওঠে, রাস্তাঘাট ও টেলিযোগাযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর